পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, দেশে যত টিআইএনধারী আছে প্রত্যেকের সাথে যোগাযোগ করে তাদেরকে রিটার্ন দাখিলে বাধ্য করা হবে। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস ও জাতীয় ভ্যাট সপ্তাহ-২০১৯ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, গত বছর ২২ লাখ রিটার্ন দাখিল হয়েছিল। এ বছর সেটা ২ লাখ বেড়ে ২৪ লাখ হয়েছে। আরও ৫০ হাজার রিটার্ন দাখিল হবে। দেশে টিআইএনধারী আছে প্রায় ৪৬ লাখ। আমি অফিসারদের সবার সঙ্গে যোগাযোগ করতে বলেছি। তাই যত টিআইএনধারী আছে সবার সঙ্গে যোগাযোগ করে প্রত্যেককে রিটার্ন দাখিলে বাধ্য করা হবে। তাদের রিটার্ন ও ট্যাক্স প্রদানে বাধ্য করা হবে। আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, রাজস্ব আহরণে প্রথমে সবাইকে অনুরোধ করতে হবে। পরে কথা না শুনলে আইন প্রয়োগ করতে হবে। তবে মনে রাখতে হবে, রাজস্ব আহরণে ব্যবসায়ীরা যেন হয়রানির শিকার না হন। অপরদিকে ব্যবসায়ীরা ভ্যাট প্রদান করতে চান না। কিন্তু এই ভ্যাট তো তিনি দিচ্ছেন না। ভ্যাট দেয় জনগণ। সেটা সঠিকভাবে সরকারের কোষাগারে জমা দেওয়া ব্যবসায়ীর দায়িত্ব। কিন্তু তারা সেটাও করতে চান না। এবার নতুন যে ভ্যাট আইন বাস্তবায়ন করা হয়েছে পুরোটাই ব্যবসা বান্ধব।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, চলতি মাসে তথা ডিসেম্বরেই ইএফডি মেশিন দোকানে বসানো শুরু হবে। এরই মধ্যে মেশিনগুলো চট্টগ্রাম বন্দরে চলে এসেছে। আমাদের ইএফডি মেশিন ক্রয়ে কিছুটা বিলম্ব হয়েছে। এই দরপত্রটি আন্তর্জাতিক মানদন্ডে করতে হয়েছে। নয় মাস আগে এর প্রক্রিয়া শুরু হয়। টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে সবকিছুতে একটু বেশি সময় লেগেছে। টেন্ডার পাওয়া কোম্পানিকে প্রাথমিক পর্যায়ে ১০ হাজার ইএফডি মেশিন দিতে ৫ মাস সময় দেওয়া হয়েছে। প্রথমে ১০ হাজার মেশিন ব্যবসা প্রতিষ্ঠানে বসবে। এরপর ৯০ হাজার মেশিন এদিকে ভ্যাট দিবস উপলক্ষে আগামী মঙ্গলবার এনবিআর শোভাযাত্রা, সভা- সেমিনার, রচনা প্রতিযোগিতা, সবোর্চ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকে সম্মাননা, টেলিভিশনে টকশো, বিশেষ ক্রোড়পত্র, ব্যানার ফেস্টুন ও এবার প্রথম ভ্যাট দিবস নিয়ে নাটক তৈরি করেছে এনবিআর। সংবাদ সম্মেলনে এনবিআরের ভ্যাট বিভাগের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।