Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাইলফলকে বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৯, ১০:৩৬ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নতুন মাইলফলক অর্জন করলেন বিরাট কোহলি। স্বদেশি রোহিত শর্মাকে হটিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী এখন বারতীয় অধিনায়ক।
এ ম্যাচে নামার আগে রোহিত শর্মার রান ছিল ১০২ ম্যাচে ২৫৪৭। অন্যদিকে ৭৩ ম্যাচে কোহলির রান সংখ্যা ছিল ২৫৪৪। এদিন ব্যাটিংয়ে নেমে মাত্র ১৫ রান করে আউট হন রোহিত। ফলে তার রান দাঁড়ায় ২৫৬২ রানে।
অন্যদিকে রোহিত শর্মা আউট হলে ব্যাটিংয়ে নামেন কোহলি। এরপর ১৯ রান করে রোহিতকে ছাড়িয়ে যান তিনি। তবে এরপরই আউট হয়ে যান এ ব্যাটসম্যান। এ ম্যাচ শেষে কোহলির রান সংখ্যা ২৫৬৩।
কোহলি ৭৪ ম্যাচে ৫১.২৬ গড়ে এ রান করেছেন। তার ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস ৯৪ রানের। ১৩৬.৪৭ স্ট্রাইকরেটে ২৩ অর্ধশতকে এ রান করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ