মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরাকে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী প্রতিবাদের অন্যতম প্রাণঘাতী দিনে বন্দুকধারীর গুলিতে অন্তত ২৩ জন নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে রাজধানী বাগদাদে প্রতিবাদের কেন্দ্রস্থলগুলোতে অজ্ঞাত হামলাকারীরা আন্দোলনকারীদের ওপর চড়াও হয়, হামলার মুখে প্রতিবাদকারীরা বিভিন্ন সড়ক ধরে পালিয়ে যায় বলে বিবিসি জানিয়েছে। বেকারত্ব, দুর্নীতি, অপ্রতুল সরকারি সেবা ও ইরানের প্রভাবে অসন্তুষ্ট নাগরিকরা অক্টোবরের প্রথমদিক থেকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে। তারপর থেকে এ পর্যন্ত চলমান অস্থিরতায় ৪৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় সর্বশেষ হামলার বিশৃঙ্খল চিত্র উঠে এসেছে। শুক্রবার রাতে হামলা শুরু হওয়ার পর শনিবার কয়েক প্রহর পর্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ
করে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।