Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের দুই ব্যবসায়ী নেতা হংকংয়ে আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

আমেরিকান চেম্বার অব কমার্সের চেয়ারম্যান এবং প্রেসিডেন্টকে হংকংয়ে আটকে রেখেছে স্থানীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের এই দুই ব্যবসায়ী নেতা হংকং থেকে চীন নিয়ন্ত্রণাধীন বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাওতে যেতে চাইলে তাদেরকে হংকংয়ের অভিবাসন কর্মকর্তারা আটকে দেয়। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার আমেরিকান চেম্বার অব কমার্সের চেয়ারম্যান রবার্ট গ্রিভস এবং প্রেসিডেন্ট টারা জোসেফ বার্ষিক এক সভায় যোগ দিতে ম্যাকাউ যেতে চাইলে কর্তৃপক্ষ তাদের বাধা দেয়। কিন্তু যুক্তরাষ্ট্রের ওই দুই ব্যবসায়ী নেতা বলছেন, কর্তৃপক্ষ কোনো কারণ দেখাতে পারেনি তাদের। চেম্বার অব কমার্সের চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমরা আশা করি যে এটা সা¤প্রতিক কিছু ঘটনার কেবলমাত্র একটা মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া। অবশ্যই আন্তর্জাতিক ব্যবসায়িক কার্যক্রমকে গঠনম‚লকভাবে সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দিতে হবে।’ দুজনের স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হচ্ছে, তারা স্বেচ্ছায় ম্যাকাউয়ে যাওয়ার আর কোনো চেষ্টা করবেন না। মার্কিন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জোসেফ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমার কোনো ধারণাই ছিল না। আমি অনেকটা বিস্মিত হয়েছি।’ তবে কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো অভদ্র আচরণ করেনি বলেও জানিয়েছেন
তিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ