মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অভিযোগকারী নারীকে ভারতের উত্তর প্রদেশের পুলিশ ফিরিয়ে দেওয়ার সময় বলেছে, ধর্ষণ তো হয়নি। হলে দেখা যাবে। উত্তরপ্রদেশের উন্নাওয়ে সিন্দুরপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। হায়দরাবাদ, উন্নাও-সহ ভারতের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে নাগরিক সমাজ। এ অবস্থায় অভিযোগকারী নারীকে পুলিশের এ ধরনের মন্তব্যে তৈরি হয়েছে চাঞ্চল্য। ওই নারীর অভিযোগ, কয়েক মাস আগে ওষুধ কিনতে বের হয়েছিলেন তিনি। গ্রামের পাঁচ যুবক তার পোশাক ধরে টানতে শুরু করে। ধর্ষণের চেষ্টাও করে। অভিযুক্তদের মধ্যে রাম মিলন, গুড্ডু ও রাম বাবু নামে তিন যুবককে চিহ্নিতও করেছিলেন ওই নারী। কিন্তু অভিযোগ নেওয়ার পরিবর্তে স্থানীয় বিহার থানার এক পুলিশকর্মী তাকে জানান, ধর্ষণ হলে তার পরে বরং থানায় আসুন। এবার উন্নাও থানায় যান ওই নারী। সেখান থেকেও তাকে ফিরিয়ে দেওয়া হয়। শুধু থানা নয়, টোল ফ্রি নম্বরে ফোন করেও কোনো লাভ হয়নি। তিনি বলেন, ঘটনার পর ১০৯০ এ ফোন করা হলে ১০০ তে ফোন করতে বলে। সে অনুসারে ১০০ নম্বরে ফোন করলে বলা হয় স্থানীয় প্রশাসনে অভিযোগ জানাতে। এখনো প্রাণনাশের হুমকি দিয়ে তার বাড়িতে নিয়মিত চড়াও হচ্ছে ওই যুবকরা। এ অবস্থায় ওই নারীর প্রশ্ন, বড় বিপদের আগে সুবিচার মিলবে কি? ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।