নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ফুটবলে দিনের পর দিন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। তারই ধারাবাহিকতায় এবার আরেকটি রেকর্ড গড়লেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। গতকাল মায়োর্কার বিপক্ষে অসাধারণ হ্যাট্রিকে দলের বড় জয়ের পাশাপাশি বেশ কয়েকটি রেকর্ড নিজের করে নিয়েছেন বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ রেকর্ডটি হলো পর্তুগিজ রাজপুত্র ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে এখন স্প্যানিশ লিগের সর্বোচ্চ হ্যাট্রিককারী ফুটবলার বনে গেছেন রেকর্ড ষষ্ঠবারের ব্যালন ডি'অর বিজয়ী মেসি।
দুই মৌসুম আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে নাম লেখালেও এতদিন ধরে এককভাবে লিগে সবচেয়ে বেশি হ্যাট্রিককারী ফুটবলারের (৩৪টি) তকমা নিজের দখলে রেখেছিলেন রোনালদো। এবার এই রেকর্ডটি একান্তই নিজের করে নিলেন মেসি।
এছাড়া ডি-বক্সের বাইরে থেকেও গোল করার রেকর্ডে এখন রোনালদোকে পেছনে ফেললেন মেসি। নিজের করা গোলগুলোর ১১৮টিই তিনি করেছেন ডি বক্সের বাইরে থেকে।
এই জয়ে ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি বার্সাকেও টেবিলের শীর্ষে নিয়ে এসেছেন মেসি। ঘরের মাঠের বার্সা যে এখনো অপ্রতিরোধ্য সেই বিষয়টিই আবারও পরিষ্কার হলো মেসির দলের এমন পারফরম্যান্সে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।