Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

বাংলাদেশের বিপক্ষে দিবারাত্রি টেস্ট খেলতে চায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৯, ৩:৪৩ পিএম

আগামী বছরের শুরুতেই পাকিস্তান সপরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। যেখানে থাকছে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ। এ সফর নিয়ে এখনও নিশ্চিত কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু তার আগেই পাকিস্তানের পক্ষ থেকে এল দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাব। বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, পিসিবি ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দিবারাত্রির টেস্ট আয়োজনের ব্যাপারে প্রস্তাব দিয়েছে। এই ম্যাচটির ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে করাচির ন্যাশনাল স্টেডিয়ামের কথা।
নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর নিয়ে শঙ্কা থাকায় পর্যবেক্ষক দল পাঠিয়েছে বিসিবি। এর ফলাফল অবশ্য এখনও হাতে পায়নি বোর্ড। তাদের প্রতিবেদন অনুযায়ী শীঘ্রই আসবে সফরে যাওয়া বা না যাওয়ার সিদ্ধান্ত। যদিও ক্রিকেটারদের বড় অংশ পাকিস্তান সফরে যেতে নারাজ। গেলেও টেস্ট সিরিজ খেলতে চান না তারা।
এমতাবস্থায় সিরিজ মাঠে গড়ানো নিশ্চিত হওয়ার আগেই পাকিস্তান দিয়ে বসেছে গোলাপি বলের টেস্টের প্রস্তাব। গোলাপি বলে বাংলাদেশের রেকর্ডও ভালো নয়। নিজেদের সর্বশেষ টেস্টে কলকাতার ইডেন গার্ডেন্সে দিবারাত্রী টেস্টে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচটিতে অবশ্য তিনদিনেই হারে টাইগাররা।
পাকিস্তানের পেস বান্ধব উইকেটে দিবারাত্রির টেস্ট খেলতে বাংলাদেশ সম্মতি জানাবে কি না- এটি তাই আপাতত বড় এক প্রশ্ন। বিসিবি অবশ্য পিসিবি প্রস্তাবের বিপরীতে এখনো মুখ খুলেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ