Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবধানের নাম ‘অতিমানবীয়’ কোহলি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৯, ১২:২২ এএম

লক্ষ্য ২০৮ রানের। এতবড় টার্গেট দিয়েও স্বস্তিতে ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ বোলাররা। বাধা একটাই। বিরাট কোহলি। ঠিক সেই কোহলিই ম্যাচটাকে শাসন করলেন ব্যাট দিয়ে। ক্যারিবীয় বোলারদের প্রতিওভারেই সীমানাঝাড়া করেছেন সময়ের সেরা এই ব্যাটসম্যান। ভারতও ম্যাচ জিতে নেয় ৮ বল হাতে রেখেই।

রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এর আগে টস জিতে প্রথমে বোলিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক কোহলি। শুরুতে সিমন্সের উইকেট পেলেও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দ্বীপরাষ্ট্রটির ব্যাটসম্যানরা। লুইস ১৭ বলে করেন ৪০ রান। ব্রান্ডন কিং ৩১ ও শিমরন হেটমায়ার ৫৬ রান করেন। শেষদিকে পোলার্ডের ১৯ বলে ৩৭ ও জেসন হোল্ডারের ৯ বলে ২৪ রানের বদৌলতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৭ রান তোলে দলটি। জবাবে শুরুটা বালো হয়নি ভারতের। ব্যক্তিগত ৮ রানে ফিরে যান রোহিত শর্মা। তারপর রাহুলের সঙ্গে জুটি বাঁধেন কোহলি। এই দুই ব্যাটসম্যানের শতরানের জুটিতে জয়ের কাছে পৌঁছে যায় স্বাগতিকরা। রাহুল ৬২ রানে ফিরলেও ক্যারিয়ার সেরা ৯৪ রানে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক। তার আগের সেরা ছিল অপরাজিত ৯০ রান। ২০১৬ সালে অ্যাডিলেডে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। ম্যাচ সেরাও হয়েছেন বিরাট কোহলি। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে ত্রিভারাপতœমে মুখোমুখি হবে দু’দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ