Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তেলেঙ্গানা, উন্নাওয়ের পর বুলান্দশহরে নাবালিকাকে গণধর্ষণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

উত্তরপ্রদেশের বুলান্দশহরে এক ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণ করার অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের পুলিশের তরফে।
এই মুহ‚র্তে উন্নাও কান্ডে নির্যাতিতা তরুণীর মৃত্যু নিয়ে উত্তাল উত্তর প্রদেশের পরিস্থিতি। অভিযুক্তদের মৃত্যুদÐের দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার। এছাড়া ওই ঘটনা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক জলঘোলা।
মুখ্যমন্ত্রী আদিত্যনাথ নির্যাতিতা তরুণীর প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বিধান ভবনের সামনে শুরু করেছেন ধর্ণা। এছাড়া ইতিমধ্যে উন্নাও পৌছে গিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি। তার মধ্যে এই ঘটনা সামনে আসায় প্রশ্ন চিহ্নের মুখে ওই রাজ্যের নারী নিরাপত্তা। অভিযুক্তদের মধ্যে একজন নাবালক রয়েছে বলেও জানা গিয়েছে। ওই সম্পূর্ণ ঘটনার ভিডিও ইন্টারনেটে আপলোড করার অপরাধে ওই নাবালককে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে ৩ ডিসেম্বর। ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। মাত্র ২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। জানিয়েছেন এসএসপি সন্তোষ কুমার সিং। সূত্র : কোলকাতা২৪।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ