Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নাও মামলার প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভে অখিলেশ যাদব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

যেভাবে উত্তরপ্রদেশে মহিলাদের উপর নির্যাতনের সংখ্যা বাড়ছে এবার তার বিরুদ্ধে রাজ্য বিধানসভার বাইরে অবস্থান বিক্ষোভে বসলেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব । উন্নাওয়ের বাসিন্দা ২৩ বছরের এক তরুণীর ধর্ষণের পর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় তিনি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করেন। ওই তরুণীকে আদালতে যাওয়ার পথে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় ২ ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি সহ ৫ জন। অখিলেশ যাদব বলেন, ‘যত দিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপি পদত্যাগ না করবেন না, ততদিন ন্যায়বিচার হবে না। উন্নাও ধর্ষণ মামলাটি নিয়ে আমরা রাজ্যের সমস্ত জেলায় গিয়ে শোক সভা করব’।
৯০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় উন্নাওয়ের ওই তরুণীকে বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।
‘এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এটা একটা কালো দিন। এই বিজেপি সরকারের অধীনে এ জাতীয় ঘটনা এই প্রথম নয়। মুখ্যমন্ত্রী একটি সভায় বলেছিলেন, ‘দোষীদের গুলি করা হবে’, অথচ তারা
একটি মেয়ের জীবন বাঁচাতে পারলেন না’, বলেন অখিলেশ যাদব।
শুক্রবার অখিলেশ যাদবকে তেলেঙ্গানা পুলিশের এনকাউন্টারে গণধর্ষণ তথা হত্যা মামলায় অভিযুক্ত ৪ জনের মৃত্যু প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কেউ ন্যায়বিচার পেয়েছে এটা জেনে খুশি’। ‘যারা আইন থেকে পালাচ্ছেন ... তারা ন্যায়বিচার থেকে কতদ‚র পালাতে পারবেন? আমি আনন্দিত যে কেউ ন্যায়বিচার পেয়েছে তবে সত্যিকারের আনন্দ তখনই হবে যখন নারীর নিরাপত্তায় প্রতিরোধমূলক সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে এবং এমন একটি সামাজিক পরিবেশ তৈরি হবে যাতে কোনও বোনের সঙ্গে যেন এ জাতীয় জঘন্য অপরাধ কখনই না ঘটে’, তিনি এই কথাও লেখেন টুইটে।
উন্নাওয়ের নিগৃহীতার মৃত্যু প্রসঙ্গে শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন যে তিনি ‘ওই মহিলার মৃত্যুর খবর শুনে অত্যন্ত মর্মাহত’। ‘এই মামলাটির দ্রæত বিচারের লক্ষ্যে ফাস্ট ট্র্যাক আদালতে শুনানি করা হবে এবং দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে’, জানান উত্তরপ্রদেশের
মুখ্যমন্ত্রী । সূত্র : এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ