Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেখে নিন পিএসএলের ৬ দল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ৮:৩২ পিএম

বাংলাদেশের কোনো ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সুযোগ পাননি। তামিম ইকবাল-মাহমুদউল্লাহদের প্রতি কেউই আগ্রহ দেখায়নি। বাংলাদেশের মোট ২৩ জন ক্রিকেটার এবার পিএসএলের ড্রাফটে নাম ছিল। এক নজরে পিএসএলের ৬ দল।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স : সরফরাজ আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শেন ওয়াটসন, আহমেদ শেহজাদ, উমর আকমল, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, আহসান আলি, জেসন রয়, বেন কাটিং, ফাওয়াদ আহমেদ, সোহেল খান, টাইমাল মিলস, আব্দুল নাসির, আরিশ খান, আজম খান, কিমো পল ও খুররম মনজুর।
লাহোর কালান্দার্স : ফখর জামান, মোহাম্মদ হাফিজ, ডেভিড ভিসা, শাহীন শাহ আফ্রিদি, উসমান খান শিনওয়ারি, সোহেল আখতার, হারিস রউফ, সালমান বাট, ক্রিস লিন, সামিত প্যাটেল, সেকুগে প্রসন্ন, বেন ডাঙ্ক, ফারজান রাজা, জাহিদ আলি, মোহাম্মদ ফায়জান, লেন্ডল সিমন্স ও দিলবার হুসাইন।
মুলতান সুলতান্স : মোহাম্মদ ইরফান, শহীদ আফ্রিদি, জেমস ভিন্স, জুনায়েদ খান, শান মাসুদ, আলি শফিক, মোহাম্মদ ইলিয়াস, মইন আলি, রাইলি রুশো, জিশান আশরাফ, রবি বোপারা, সোহেল তানভির, খুশদীল শাহ, উসমান কাদির, ফ্যাবিয়ান অ্যালেন, রোহেল নাজির, ইমরান তাহির ও বিলওয়াল ভাট্টি।
ইসলামাবাদ ইউনাইটেড : শাদাব খান, ফাহিম আশরাফ, আসিফ আলি, লুক রনকি, হুসাইন তালাত, আহমাদ বাট, রিজওয়ান হুসাইন, মুসা খান, ডেল স্টেইন, কলিন ইনগ্রাম, কলিন মুনরো, রুম্মন রইস, ফিল সল্ট, জাফর গোহর, আকিফ জাভেদ, আহমেদ শফি আব্দুল্লাহ, সাইফ বদর ও ভ্যান ডার ডুসেন।
পেশোয়ার জালমি : ওয়াহাব রিয়াজ, হাসান আলি, কাইরন পোলার্ড, কামরান আকমল, ড্যারেন সামি, ইমাম-উল-হক, উমর আমিন, টম ব্যান্টন, শোয়েব মালিক, লিয়াম ডসন, মোহাম্মদ মহসীন, রাহাত আলি, ডোয়েইন প্রিটোরিয়াস, আদিল আমিন, আমির খান, আমির আলি, লিয়াম লিভিংস্টোন ও হায়দার আলি খান।
করাচি কিংস : বাবর আজম, মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, ইফতিখার আহমেদ, আমির ইয়ামিন, উসামা মির, উমের খান, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, শারজিল খান, ক্যামেরুন দেলপোর্ট, মোহাম্মদ রিজওয়ান, উমাইদ আসিফ, ড্যান লরেন্স, আলি খান, আরশাদ ইকবাল, লিয়াম প্ল্যাংকেট ও আওয়াইজ জিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ