Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুনরায় অধঃপতিত হওয়ার লক্ষণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দেয়ার পর তাকে লক্ষ্য করে ফের তীব্র বাক্যবাণ ছুড়েছে উত্তর কোরিয়া। “ট্রাম্প যদি মুখোমুখি হতে চান, তাহলে একে ভীমরতিগ্রস্ত বুড়োর পুনরায় অধঃপতিত হওয়ার লক্ষণ ধরা উচিত,” বলেছে উত্তরের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির শীর্ষ নেতা কিম জং উন দুই বছর আগেও ট্রাম্পকে ‘মানসিক বিকারগ্রস্ত বুড়ো’ অ্যাখ্যা দিয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি। দুই নেতার ‘কথার লড়াইকে’ ঘিরে সেসময় তীব্র উত্তেজনা দেখা দিলেও ২০১৮-র প্রথম থেকেই পরিস্থিতির পরিবর্তন ঘটতে শুরু করে। ট্রাম্প ও কিম সিঙ্গাপুর এবং ভিয়েতনামে দুই দফা বৈঠক করেন। চলতি বছরও এ দুই রাষ্ট্রপ্রধানকে দুই কোরিয়ার অসামরিক এলাকায় একসঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা গেছে। কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে দুই দেশের অনড় অবস্থান ভিয়েতনাম বৈঠককে ভেস্তে দিলেও দুই কোরিয়ার অসামরিক এলাকায় ট্রাম্প-কিমের সাক্ষাৎ ফের আলোচনা শুরুর সম্ভাবনা সৃষ্টি করে। সা¤প্রতিক মাসগুলোতে পিয়ংইয়ং আশপাশের জলসীমায় একের পর এক ক্ষেপণাস্ত্র ও রকেট উৎক্ষেপণ করে যাচ্ছে। এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তাদের টানাপোড়েনও চলছিল। মঙ্গলবার লন্ডনে নেটো সম্মেলনে ট্রাম্প উত্তর কোরিয়ার শীর্ষ নেতাকে ফের ‘রকেট ম্যান’ অ্যাখ্যা দেন। যুক্তরাষ্ট্র পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সামরিক ব্যবস্থার অধিকার রাখে বলেও মন্তব্য করেন তিনি। এর পরপরই বৃহস্পতিবার উত্তর কোরিয়ার দিক থেকে ট্রাম্পের বিরুদ্ধে কড়া বাক্যবাণ আসে। দেশটির উপ পররাষ্ট্র মন্ত্রী চোয়ে সন-হুইকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য দুই বছর পর ওয়াশিংটন-পিয়ংইয়ংয়ের মধ্যে ফের ‘কথার লড়াই’ শুরু করতে পারে। “যদি কোনো ভাষা বা অভিব্যক্তি দ্ব›দ্বমুখর পরিবেশকে উসকে দেয়; এবং এগুলো ফের ব্যবহৃত হয় এখনকার মতো জটিল সময়ে, তাহলে অবশ্যই একে ভীমরতিগ্রস্ত বুড়োর পুনরায় অধঃপতিত হওয়ার লক্ষণ ধরা উচিত,” বলেছেন সুন-হুই। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ