Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত মুসলিমদের জন্য নয় : সানা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে উত্থাপিত খসড়া আইন ভারতীয় মন্ত্রিসভায় অনুমোদন দেয়ার পর কড়া সমালোচনা করেছেন কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে সানা ইলতিজা জাভেদ। আইনটির মাধ্যমে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন সরকার মুসলিমদের সঙ্গে বৈষম্যম‚লক আচরণ করছে বলে তিনি অভিযোগ করেছেন। বুধবার ওই খসড়া বিলে অনুমোদন দেয়ার পর এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘ভারত মুসলিমদের জন্য নয়।’ ৫ আগস্ট কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের দিন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতিকে আটক করা হয়। এরপর থেকে মুফতির মেয়ে সানা ইলতিজা তার মায়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনা করছেন। বুধবার মায়ের টুইটার অ্যাকাউন্টে তিনি এ মন্তব্য করেছেন। বুধবার ভারতে অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে একটি খসড়া বিলে অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে শরণার্থী হওয়া অমুসলিমদের নাগরিকত্ব দিতে এ বিলটি আনা
হয়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ