Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যাত্রা শুরু ডিজিটাল পাকিস্তানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

সরকারি-বেসরকারি পর্যায়ে ব্যাপকভাবে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে ডিজিটাল পাকিস্তান গড়ার উদ্যোগ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। জনগণকে ডিজিটাল সেবা দেয়ার মাধ্যমে এবং ই-গভর্নেন্স গড়ে তুলে উদ্যোগ বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার ‘ডিজিটাল পাকিস্তান’ শীর্ষক এক সরকারি প্রকল্প উদ্বোধন করেন ইমরান খান। ইসলামাবাদে ‘ডিজিটাল পাকিস্তান’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে ইমরান খান বলেন, দুর্নীতি কমানোর জন্য ই-গভর্নেন্স চালুর মাধ্যমে দুর্নীতি কমানো সম্ভব হবে; যা এই মুহ‚র্তে পাকিস্তানজুড়ে খুবই জরুরী। এই উদ্যোগের মাধ্যমে নাগরিক জীবনও সহজ হবে। এই উদ্যোগ পাকিস্তানের যুবসমাজকে সম্পৃক্ত করবে বলেও মন্তব্য করেন ইমরান খানইমরান খান বলেন, আমাদের সরকার ডিজিটাল পাকিস্তান নির্মাণের জন্য সব ধরণের চেষ্টা চালিয়ে যাবে। ভবিষ্যত পাকিস্তান হবে অত্যন্ত উৎসাহব্যঞ্জক। ডিজিটাল পাকিস্তান নির্মাণের জন্য দেশের বেশিরভাগ সেবা মোবাইল ফোন নির্ভর করা হবে জানিয়ে ইমরান খান আরও বলেন, পাকিস্তানের এই পরিকল্পনা নেয়া হবে শুধুমাত্র সরকারি ক্ষেত্রের জন্য নয়, বেসরকারি ক্ষেত্রেও ডিজিটাল প্রযুক্তিনির্ভর সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ