Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

সন্তানদের কথা ভেবে শত্রুতা ভুলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

কয়েক মাস আগেও পরস্পরের ‘শত্রু’ ছিলেন ভারতের হাওড়ার উদয়নারায়ণপুরের দক্ষিণ মানশ্রী গ্রামের জয়দেব-সরস্বতী। উঠতে-বসতে তাদের সম্পর্ক ছিল সাপে-নেউলে। কারণ জয়দেবের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভ‚ত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সরস্বতীর স্বামী। বিষয়টি জানাজানিও হয়ে গিয়েছিল। কিন্তু এখন সরস্বতী সেই জয়দেবেরই ঘরণী। পরিস্থিতিই তাদের মিলিয়ে দিল। কয়েক মাস আগে আত্মহত্য করেছেন জয়দেবের স্ত্রী এবং সরস্বতীর স্বামী। দু’জনেরই একটি করে সন্তান রয়েছে। জয়দেবের ১০ বছরের ছেলে। সরস্বতীর ছয় বছরের মেয়ে। ওই আত্মহত্যার ঘটনার পরে নাবালক সন্তানকে বড় করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন সরস্বতী এবং জয়দেব। গ্রামবাসীদের অনেকেই তাদের পরামর্শ দেন, ছেলেমেয়েদের স্বার্থে তারা বিয়ে করতে পারেন। তবু সংকোচ কাটেনি। দু’জনে গিয়েছিলেন সংশ্লিষ্ট দেবীপুর পঞ্চায়েতে। প্রধান প্রশান্ত দে-ও প্রায় একই প্রস্তাব দেন। আর ভাবেননি জয়দেব-সরস্বতী। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে গত বৃহস্পতিবার দু’জনে স্থানীয় মন্দিরে গিয়ে বিয়ে করেন। ‘মেয়ের মুখের দিকে তাকিয়ে নতুন করে ঘর বেঁধেছি।’- বলছেন সরস্বতী। জয়দেবও বলছেন, ‘পরিস্থিতিই আমাদের সংসারে বাঁধল।’ স্থানীয় বিধায়ক সমীর পাঁজাও মনে করেন, সন্তানদের কথা ভেবে জয়দেব-সরস্বতী ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ