Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিএলে ফিক্সিং রোধে থাকছে দুদক কর্মকর্তা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৯, ৭:৩৪ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসরকে সফল করতে ইতোমধ্যেই মাঠে নেমেছে বিসিবি। প্রথমবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে গড়াচ্ছে বিপিএল। ম্যাচ ফিক্সিংয়ের তথ্য গোপন করায় সাকিবকে একবছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। সাকিবের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ম্যাচ ফিক্সিং রোধে বিপিএলের এবারের আসরে সব দলের সঙ্গে একজন করে দুদক কর্মকর্তা থাকবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, অ্যান্টি করাপশন ইউনিটের (আকসু) আছে, তারা দেখবে (কী হচ্ছে, না হচ্ছে)। আমরা সব দলের সঙ্গেই একজন করে কর্মকর্তা দিয়ে দিচ্ছি। আমরা এ ব্যাপারে খুবই সিরিয়াস।
এছাড়া এ কর্মকর্তাদের কাজে বিসিবি কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলেও জানিয়েছেন পাপন। তিনি বলেন, সাধারণত আমাদের এখানটায় এসিইউ (আকসু) আছেন। তারা কথাবার্তা বলে নিয়োগ দিয়ে থাকেন। আমরা জানিও না কে আসবে। এখানে অগ্রাধিকার দেওয়া হয় আগে এ ধরনের অভিজ্ঞতা আছে, বা আর্মিতে আছেন এমন কাউকে। এটাতে কে আছেন আমরা জানতেও চাই না। কারণ স্বাধীনভাবে কাজ করতে দেই এই জায়গাটায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ