Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

কোহলিদের বিপক্ষে দুটি দিবারাত্রির টেস্ট চায় অজিরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৯, ৭:১৬ পিএম

দিবারাত্রির ম্যাচে বারবার অনীহা দেখালেও বাংলাদেশের বিপক্ষে অভিষেক করেছে ভারত। নিজেদের ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টই জিতে নেয় তিন দিনে। আর তাই ভারতের সাথে দিবারাত্রির টেস্ট খেলতে আগ্রহ দেখাল অস্ট্রেলিয়া।
এখন পর্যন্ত দেশের বাইরে গোলাপি বলে খেলার একাধিক প্রস্তাব পেলেও এতদিন নিশ্চুপ ছিল ভারত। তবে বাংলাদেশের বিপক্ষে ইডেন টেস্ট শেষে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছিলেন- এখন থেকে সব সিরিজেই একটি দিবারাত্রির টেস্ট খেলতে চেষ্টা করবে ভারত।
সেই ধারাবাহিকতায় এবার ভারতকে একাধিক দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব দেওয়ার কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়া ভারত সফর করবে। যেখানে স্বাগতিক ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে লড়বে, তখন দুই বোর্ডের শীর্ষ কর্তারা একাধিক দিবারাত্রির ম্যাচ আয়োজনের ব্যাপারে আলোচনায় বসবেন।
দুই দেশের বোর্ড কর্তাদের আলোচনা বাস্তবায়িত হলে ২০২১ সালে অস্ট্রেলিয়ায় দুইটি গোলাপি বলের টেস্ট খেলবে ভারত। এখন পর্যন্ত কোনো দ্বিপক্ষীয় সিরিজেই একাধিক দিবারাত্রির টেস্ট দেখা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ