Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চমক রেখেই পাকিস্তানের যুব বিশ্বকাপের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৯, ৭:০৯ পিএম

চমক রেখেই আসন্ন যুব বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোহেল নাজিরকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে তারা। চমক হিসেবে দলে রয়েছেন অস্ট্রেলিয়া সিরিজে গতির ঝড় তোলা নাসিম শাহ।
সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ডাক পেয়ে চমক দেখান ১৬ বছর বয়সী তরুণ পেসার নাসিম শাহ। সর্বকনিষ্ঠ পাকিস্তানি পেসার হিসেবে সাদা জার্সিতে অভিষেকও হয় তার। অভিষেক টেস্টেই ৯০ মাইল গতিতে বল করে আলোচনায় এসেছেন তিনি। এবার দলের হয়ে যুব বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবেন এ পেসার।
দলের সবচেয়ে আলোচিত মুখ নাসিম শাহ হলেও নেতৃত্বের দায়িত্ব তাকে দেওয়া হয়নি। বিশ্বকাপে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেবেন রোহেল নাজির। সম্প্রতি বাংলাদেশে ইমার্জিং এশিয়া কাপ খেলে গেছেন নাজির। ফাইনালে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে শিরোপা জিতিয়ে ছিলেন নাজির। এছাড়া ঘরোয়া লিগের অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে দুর্দান্ত খেলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন ১৪ বছর বয়সী মোহাম্মদ শেহজাদ।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল : রোহেল নাজির (অধিনায়ক), আবদুল ওয়াহিদ, হায়দার আলী, মোহাম্মদ শেহজাদ, মোহাম্মদ হ্যারিস, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ ইরফান খান, আব্বাদ আফ্রিদি, ফাহাদ মুনির, কাসিম আকরাম, আমির আলী, আরিশ আলী খান, আমির খান, নাসিম শাহ, তাহির হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ