Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজ্জাককে জবাব ইরফানের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৯, ৫:৩৯ পিএম

ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহকে ‘বেবি বোলার’ বলে কটাক্ষ করেছিলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাক। যার উত্তরে এখনও পর্যন্ত একটি মন্তব্য করেননি ভারতীয় পেসার। বুমরাহ চুপ থাকলেও তার হয়ে জবাব দিলেন ইরফান পাঠান।
বুমরাহর পাশে দাঁড়িয়ে রাজ্জাককে জবাব দিয়েছেন পাঠান। টুইটারে ভারতের সাবেক অলরাউন্ডার লেখেন, ‘ইরফানের মতো বোলার আমাদের গলিতে গলিতে খেলে। কিন্তু এই গলির বোলার যখন বারবার ওদের বিপক্ষে খেলেছে, তত বারই ওদের বেগ দিয়েছে। সমর্থকদের বলছি, এই ধরনের মন্তব্যকে গুরুত্ব দেওয়ার কোনো অর্থ নেই। ওর মন্তব্যগুলো পড়ো আর হাসো।’
পাকিস্তানের ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্জাক বলেছিলেন, ‘আমি ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রার মতো বোলারের বিপক্ষে খেলেছি। আমার কাছে জাসপ্রিত বুমরাহ তো শিশু। আমি খুব সহজেই ওকে শাসন করতে পারতাম।’ রাজ্জাকের এমন মন্তব্য নিয়ে প্রবল আলোড়ন তৈরি হয় ভারতীয় ক্রিকেটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ