পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে আপিল বিভাগে বিএনপি সমর্থিত আইনজীবীদের হট্টগোলের ব্যাপারে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সংবাদ সম্মেলনে একপক্ষ অপর পক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তোলেন।
গতকাল বৃহস্পতিবার এজলাসের ভেতর যখন হট্টগোল চলছিল তখন আদালত থেকে বেরিয়ে সকাল সোয়া ১১ টায় প্রেসব্রিফিং করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, খালেদা জিয়ার জামিন শুনানিতে বিএনপিপন্থী আইনজীবীদের হৈ চৈ-এর ফলে আদালত অবমাননা হয়েছে। এটি নজিরবিহীন। আমি আশা করি প্রধান বিচারপতি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
আর ভবিষ্যতে যদি এরকম করেন তাহলে আদালতে মামলা পরিচালনা করা অসম্ভব হয়ে যাবে। বিএনপিপন্থী আইনজীবীরা আদালতে বহিরাগতদের গাউন পরিয়ে নিয়ে এসেছেন বলেও মন্তব্য করেন তিনি। ব্রিফিংকালে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ.এম. আমিনউদ্দিন, আব্দুল মতিন খসরু, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে আপিল বিভাগ থেকে বেরিয়ে দুপুর দেড়টার দিকে পাল্টা সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। আগামী রোববার থেকে দেশের সকল আইনজীবী সমিতিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দীন খোকন। তবে গতকাল প্রধান বিচারপতির এজলাসে অবস্থানকে ‘শান্তিপূর্ণ কর্মসূচি’ বলেও উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমেদ, খোন্দকার মাহবুব হোসেন, মো. জয়নুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।