প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলতি সময়ের বহুল আলোচিত ও দেশীয় গার্মেন্টস শিল্প নিয়ে নির্মিত পূর্ণাঙ্গ চলচ্চিত্র গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ মুক্তি পাচ্ছে। ছবির প্রযোজক ঝিলিক কথাচিত্রের কর্ণধার আমিরুল ইসলাম সরকার জানিয়েছেন, আসছে ১৩ ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেয়া হবে। এটি পরিচালনা মোস্তাফিজুর রহমান বাবু। প্রধান দুটি চরিত্রে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ ও লাক্স তারকা অরিন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুবেল, অমিত হাসান, পপি, কাজী হায়াৎ, রেবেকা, ইলিয়াস কোবরা, সাঙ্কো পাঞ্জা প্রমুখ। সিনেমাটি প্রসঙ্গে প্রযোজক আমিরুল ইসলাম সরকার বলেন, আমাদের দেশের গার্মেন্টস সেক্টরে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া শ্রমিক অসন্তোষের নেপথ্য ঘটনা নিয়ে এটি একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র। ইতিপূর্বে এমন সিনেমা নির্মিত হয়নি। এতে দেখানো হয়েছে কীভাবে একটি স্বার্থান্বেষী চক্র আমাদের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে চায়। শ্রমিকরা সেই ধ্বংসের হাত থেকে এই শিল্পকে বাঁচায়। নায়ক কাজী মারুফ বলেন, চমৎকার গল্পের অসাধারণ একটি চিত্রনাট্য নির্ভর সিনেমা এটি। অনেকদিন পর এই সিনেমা দিয়ে আমি পর্দায় ফিরবো। নায়িকা অরিন বলেন, আমার ফিল্ম ক্যারিয়ারের প্রথম সিনেমা ছিন্নমূল-এ নায়ক ছিলেন কাজী মারুফ। এটি আমাদের জুটির দ্বিতীয় সিনেমা। এটি দারুণ গল্পের একটি জমজমাট সিনেমা। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে। পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু বলেন, এই সিনেমাটির আগে গার্মেন্টস শিল্প নিয়ে এমন পরিপূর্ণ চলচ্চিত্র কেউ বানাননি। কাজী হায়াৎ ভাই দারুণ স্ক্রিপ্ট লিখেছেন। সিনেমাটি সব শ্রেণীর দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন নায়ক রুবেল। প্রযোজক আমিরুল ইসলাম সরকার জানান, সিনেমাটির গল্প শোনার পর রুবেল একজন শিল্পী হিসেবে দেশের প্রতি কমিটমেন্টের কারণে বিনা পারিশ্রমিকে অভিনয় করেছেন। রুবেল বলেন, অসম্ভব সুন্দর ও সময়োপযোগী গল্প নিয়ে গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ সিনেমাটি নির্মিত হয়েছে। শিল্পের প্রতি, দেশের প্রতি আমার সামাজিক দায়বদ্ধতা আর দেশ প্রেমের কারণে কোন ধরনের পারিশ্রমিক গ্রহণ করিনি। আশা করছি, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।