Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বদরের শিক্ষায় উজ্জীবিত রোজাদারই মাগফিরাত লাভে সক্ষম হবে-বদরপুরের পীর ছাহেব

প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : ঐতিহ্যবাহী দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফের মহাপরিচালক ও পীর ছাহেব কেবলা বলেছেন, বদরের শিক্ষা উজ্জীবিত রোজাদারই মাগফিরাত লাভে সক্ষম হবে। কেননা, বদরের শিক্ষা অনুযায়ী হিংসা, বিদ্বেষ ও মোনাফেক মুক্ত থেকে একজন রোজাদার যখন মুত্তাকী হওয়ার জন্য রহমত লাভ করে আল্লাহ পাকের ক্ষমা (মাগফিরাত) প্রাপ্ত হয়। তখনই জাহান্নামের আগুন থেকে মুক্তির (নাজাত) পথ সহজ হয়। আরো বলেন; ধর্মীয় মত পার্থক্য থাকবে কিন্তু দ্ব›দ্ব, ঝগড়া ও ফেৎনা থেকে সমাজের সর্বত্র এড়িয়ে চলতে হবে। বিশেষত মসজিদ, মাদরাসা এবং খানকাহসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও একতা ফিরিয়ে আনতে হবে। পীর ছাহেব গতকাল (বৃহস্পতিবার) রাধজানীর পুরান ঢাকার ঐতিহাসিক পাটুয়াটুলী জামে মসজিদে বদরপুর দরবার শরীফ কর্তৃক আয়োজিত আলোচনা, মিলাদ, দোয়া ও আজিমুশ্বান ইফতার মাহফিলে আখেরি মুনাজাতের পূর্বে হাজার হাজার সমবেত মুসল্লি ও মুরিদানদের উদ্দেশ্যে উপরোক্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন; লায়ন এম.এ, আউয়াল এমপি, মহাসচিব বাংলাদেশ তরিক্বত ফেডারেশন। বিশেষ অতিথি ছিলেন; মেঝো পীর ছাহেব কেবলা শাহ্ সাহেব হুজুর, সেঝো পীর ছাহেব কেবলা নওয়া হুজুর ও ছোট হুজুর পীর কেবলা। আহŸায়ক ছিলেন; আলহাজ আব্দুস সালাম হিরণ মিয়া, প্রধান উপদেষ্টা, বদরপুর দরবার শরীফ। সভাপতিত্ব করেন; আব্দুর রহমান মিয়াজী, কাউন্সিলর, ৩৭ নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ওয়াজ করেন; পীর মাশায়েখ, দেশবরেণ্য বহু ওলামায়ে কেরামগণ। এছাড়া উপস্থিত ছিলেন; সাংবাদিক, সাহিত্যিক, শিল্পপতি, ব্যবসায়ীবৃন্দসহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বদরের শিক্ষায় উজ্জীবিত রোজাদারই মাগফিরাত লাভে সক্ষম হবে-বদরপুরের পীর ছাহেব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ