প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছেন প্রভাবশালী আজমীরা খান ও জাত জুয়াড়ি আজগর। তাদের এই খেলার নির্মম শিকার মধ্যবিত্ত পরিবারের ছেলে আবিদ ও তার পরিবারের সদস্যরা। আজমীরা ও আজগরের কারসাজি সবার সামনে তুলে ধরতে এগিয়ে আসেন সাংবাদিক লুবনা। এরপরই ঘটতে থাকে নানা ঘটনা। এমনই একটি গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘গেম ওভার’।
এতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি অপূর্ব ও মেহজাবিন। স্বরূপ চন্দ্র দের গল্পে টেলিফিল্মটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) টেলিফিল্মটি অবমুক্ত করা হয়েছে অনলাইনে।
নির্মাতা বলেন, ‘শহরের মধ্যবিত্ত পরিবারের সম্ভ্রম হারানো এক মেয়ের আর্তনাদ এবং এক অসহায় বাবার জুয়ার চক্রে জড়িয়ে পড়ার গল্প নিয়ে নির্মাণ করেছি ‘গেইম ওভার’। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
টেলিফিল্মটি নিয়ে অপূর্ব বলেছেন, ‘এই টেলিফিল্মের প্রতিটি মুহূর্ত দর্শককে ভাবনায় ডুবিয়ে রাখবে। এর সিনেমাটিক ব্যাপারগুলো উপভোগ্য হবে। ’
মেহজাবিন চৌধুরীও তার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলে যাননি। তিনি বলেছেন, ‘এমন থ্রিলার গল্পের টেলিফিল্মে এর আগে কখনও কাজ করা হয়নি। গল্পের মতো নির্মাণেও থাকছে ভিন্নতার ছাপ। এটি দর্শকমনে দাগ কাটবে বলেই আমার ধারণা। ’
জানা যায় একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের নিজস্ব ইউটিউব চ্যানেলে টেলিফিল্মটি প্রকাশ করা হয়েছে। এতে অপূর্ব ও মেহজাবিন ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, লরেন মেন্ডিস প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।