Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেরাদের কাতারে এমবাপে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৯, ৭:৪৭ পিএম

জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ জয়ের পর পিএসজির জার্সিতেও ক্রমেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন কিলিয়ান এমবাপে। সবশেষ নতের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে এই ফরাসি ফরোয়ার্ড এখন পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে সেরা দশে ঢুকে পড়েছেন।
বুধবার দিবাগত রাতে লঁতের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে শুরুতে কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না পিএসজি। তবে দ্বিতীয়ার্ধে আনহেল ডি মারিয়ার নিচু ক্রস থেকে ব্যাক হিলে দুর্দান্ত এক ফ্লিকে লক্ষ্যভেদ করে দলকে স্বস্তি এনে দেন এমবাপে।
মাত্র ২০ বছর বয়সেই পিএসজির জার্সিতে ৭১তম গোলের দেখা পেয়েছেন এমবাপে। তাতেই ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দশম স্থানে চলে এসেছেন তিনি। এর আগে ১৯৭৭ এবং ১৯৭৯ সালের মধ্যে ৮০ ম্যাচ খেলে সমান গোল করেছিলেন আর্জেন্টিনার কার্লোস বিয়াঞ্চি। এমবাপে অবশ্য ১০১ ম্যাচ খেলেছেন।
ফরাসি চ্যাম্পিয়নদের জার্সিতে সবচেয়ে বেশি গোলের মালিক এদিনসন কাভানি। বর্তমান দলের এই উরুগুইয়ান ফরোয়ার্ডের গোলসংখ্যা ১৯৫টি। দ্বিতীয় স্থানে থাকা সাবেক উইঙ্গার জ্লাতান ইব্রাহিমোভিচের গোলসংখ্যা ১৫৬টি। পিএসজিতে এখনও খেলে যাচ্ছেন এমন খেলোয়াড়দের মধ্যে আনহেল ডি মারিয়া আছেন অষ্টম স্থানে (৭৮ গোল)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ