Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যেসব চ্যানেলে দেখা যাবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৯, ৫:৫৭ পিএম

৮ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে তিনটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। এই তিনটি চ্যানেল হচ্ছে গাজী টিভি, মাছরাঙা টিভি এবং নিউজ২৪।
আজ গণমাধ্যমকে এমনটা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, ‘তিনটি চ্যানেলে আমরা সরাসরি দেখাব। গাজি টিভি, মাছরাঙা টিভি এবং নিউজ২৪ তে দেখাবে। নিউজ২৪ আমাদের মেইন স্পন্সর, ওরা দেখাবে।’
ইতোমধ্যেই অবশ্য উদ্বোধনী অনুষ্ঠানের টিকেটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ৮ হাজার টিকেট বরাদ্দ দেয়া হয়েছে। যার মধ্যে ৫ হাজার টিকেট রাখা হয়েছে সর্বসাধারণের জন্য।
টিকেটের সর্বনিন্ম মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। সর্বোচ্চ মূল্য ১০ হাজার টাকা। উদ্বোধনী অনুষ্ঠানের টিকেট বিক্রি করা হবে ৫, ৬ ও ৭ ডিসেম্বর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ