নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বঙ্গবন্ধুর নামে আয়োজিত বিপিএলের সপ্তম আসরের গভর্নিং কাউন্সিলে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে।
বিপিএল গভর্নিং কাউন্সিলে এতদিন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। তবে, নতুন ফরম্যাটে এবারের বিপিএলের জন্য নতুন নিয়ম। প্রতিটি দলের জন্যই একজন করে টিম ডিরেক্টর নিয়োগ করা হয়েছে। যে দায়িত্ব পেয়েছেন বিসিবির পরিচালকরা।
কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের কমিটিতে থাকলে টিম ডিরেক্টর হওয়া যাবে না। এ কারণে গভর্নিং কাউন্সিলের সেই গুরুত্বপূর্ণ কমিটি থেকে জালাল ইউনুস পদত্যাগ করে দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম ডিরেক্টর হিসেবে। যার ফলে বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের পদটা ফাঁকা হয়ে যায়। তাই রকিবুলকে দেয়া হয় এই দায়িত্ব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।