Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপালকে গুড়িয়ে ফাইনালে সালমারা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম


 শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে হারানোর পর অনেকটাই নিশ্চিত ছিল এসএ গেমস ক্রিকেটের ফাইনাল। এবার তাও দাপুটে পারফরমেন্সেই করে দেখাল মেয়েরা। সোনার পদক এখন সালমাদের নাগালেই। নেপালকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। টানা দ্বিতীয় জয়ে নিশ্চিত করেছে ফাইনাল।

নেপালের পোখারায় গতকাল টস হেরে ব্যাট করতে নেমে ৫০ রানেই অলআউট হয়ে যায় নেপাল। রান তাড়ায় ৭.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে জিতে যায় বাংলাদেশ। কাজল শ্রেষ্ঠাকে ফিরিয়ে বাংলাদেশকে উইকেট এনে দেন জাহানারা আলম। পরে আরেক ওপেনার সিতা রানা মাগারকেও বোল্ড করে দেন এই পেসার। তৃতীয় উইকেটে ২০ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়েন সনু খাড়কা ও অধিনায়ক রুবিনা ছেত্রি। ১২ রান করা সনুকে আউট করে জুটি ভাঙেন ফাহিমা খাতুন। সর্বোচ্চ ১৩ রান আসে রুবিনার ব্যাট থেকে। তাকে ফেরান রাবেয়া খান। নেপালের শেষ ছয় ব্যাটারের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। পুরো ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি পাঁচজন। ৪ ওভারে ৮ রান খরচায় ৪ উইকেট নেন রাবেয়া। ৩ ওভারে ২ রান দিয়ে জাহানারার শিকার ২ উইকেট।
রান তাড়ায় কোনো বেগ পেতে হয়নি বাংলাদেশকে। দুই ওপেনার আয়েশা রহমান ও মুর্শিদা খাতুনের জুটিই জিতিয়ে দেয় দলকে।

২৬ রানে অপরাজিত থাকেন আয়েশা। ২৩ রানে অপরাজিত ছিলেন মুর্শিদা। ম্যাচসেরা হয়েছেন রাবেয়া। আগামীকাল নেপাল ও শ্রীলঙ্কা ম্যাচের বিজয়ী দল ফাইনালে খেলবে বাংলাদেশের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর
নেপাল : ১৯.২ ওভারে ৫০/১০ (রুবিনা ১৩, সনু ১২, ইন্দু ১০; জাহানারা ২/২, সালমা ১/১০, নাহিদা ১/১০, ফাহিমা ১/, রাবেয়া ২/৮)। বাংলাদেশ : ৭.৪ ওভারে ৫১/০ (আয়েশা ২৪*, মুর্শিদা ২৩*)।
ফল : বাংলাদেশ ১০ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : রাবেয়া খান (বাংলাদেশ)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ