Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ার মাটিতে নিউজিল্যান্ডের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৯, ৮:১৩ পিএম

টেস্ট ক্রিকেটে ঠিক কবে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড? প্রশ্নটি কুইজে রাখা হলে সঠিক উত্তরদাতার সংখ্যা হয়তো খুব কমই হবে। প্রতিবেশীদের মাঠে এখন পর্যন্ত ১২ সিরিজে নিউজিল্যান্ডের জয় মাত্র ১টিতে। ক’দিন বাদেই আবার কিউইরা যাচ্ছে অজিদের বিপক্ষে তাদের মাঠে খেলতে। দল ঘোষণাও করেছে তারা। কিন্তু ইতহাসের পাতা ওল্টালে দেখা যাবে ১৯৮৫ সালের ঠিক এই দিনেই পার্থে ৬ উইকেটে জিতে ২-১ ব্যবধানে সিরিজটি নিজেদের করে নেয় কিউইরা। এখন পর্যন্ত ওই জয়টিই তাদের প্রেরণার উৎস। তারপর যতবার খেলেছে, খালিহাতেই ফিরতে হয়েছে তাদের।

এবার দেখা যাক, এই ইতিহাস থেকে কোন অনুপ্রেরণা নিতে পারে কিনা কেন উইলিয়ামসনের দল।

A‡÷ªwjqvi gvwU‡Z wbDwRj¨v‡Ûi wmwiR Rq

†U÷ wµ‡K‡U wVK K‡e A‡÷ªwjqvi gvwU‡Z wmwiR wR‡Z‡Q wbDwRj¨vÛ? cÖkœwU KzB‡R ivLv n‡j mwVK DËi`vZvi msL¨v nq‡Zv Lye KgB n‡e| cÖwZ‡ekx‡`i gv‡V GLb ch©šÍ 12 wmwi‡R wbDwRj¨v‡Ûi Rq gvÎ 1wU‡Z| KÕw`b ev‡`B Avevi wKDBiv hv‡”Q AwR‡`i wec‡ÿ Zv‡`i gv‡V †Lj‡Z| `j †NvlYvI K‡i‡Q Zviv| wKš‘ BZnv‡mi cvZv Iëv‡j †`Lv hv‡e 1985 mv‡ji wVK GB w`‡bB cv‡_© 6 DB‡K‡U wR‡Z 2-1 e¨eav‡b wmwiRwU wb‡R‡`i K‡i †bq wKDBiv| GLb ch©šÍ IB RqwUB Zv‡`i †cÖiYvi Drm| Zvici hZevi †L‡j‡Q, Lvwjnv‡ZB wdi‡Z n‡q‡Q Zv‡`i|

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ