Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ সহকর্মী হত্যার পর অত্মহত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

ভারতের ছত্তিশগড় রাজ্যে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের (আইটিবিপি) ছয় জওয়ান নিহত ও দুই জন আহত হয়েছেন। এক জওয়ান তার সহকর্মীদের দিকে গুলি ছোড়ার পর এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি। সহকর্মীদের দিকে গুলি বর্ষণকারী জওয়ান আত্মহত্যা করেছে। বুধবার সকালে ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণে নারায়ণপুর জেলায় আইটিবিপি ক্যাম্পে ঘটনাটি ঘটেছে বলে বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন বস্তার রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক সুন্দররাজ পি। প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে তিনি জানান, আইটিবিপির এক জওয়ান নিজের সার্ভিস রাইফেল দিয়ে সহকর্মীদের দিকে গুলি ছুড়ে পাঁচ সহকর্মীকে হত্যা ও দুই জনকে আহত করে, পরে নিজেও আত্মহত্যা করে। আহত জওয়ানদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। আইটিবিপির যে শিবিরে ঘটনাটি ঘটেছে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সেখানে গিয়েছেন বলে সুন্দররাজ জানিয়েছেন। পিটিআই।

 

 



 

Show all comments
  • jack ali ৫ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৩ পিএম says : 0
    Let them kill each other ----so modi's barbaric behavior about muslim will be over---
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ