Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

শ্রীলঙ্কার কোচ হলেন আর্থার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৯, ৭:৪৩ পিএম

শ্রীলঙ্কার হেড কোচ হচ্ছেন দক্ষিণ আফ্রিকার আর্থার। ব্যাটিং কোচ হবেন জিম্বাবুয়ের ফ্লাওয়ার। বোলিং-ফিল্ডিং কোচ হচ্ছেন অস্ট্রেলিয়ার সাকের ও ম্যাকডারমট। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো এই খরব নিশ্চিত করেছে। এছাড়া একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, আর্থারের সঙ্গে ২ বছর মেয়াদে চুক্তি করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। সবকিছুই ঠিকঠাক, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার পালা।
এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, তারা সবাই ২ বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন। এ নিয়ে গেল ৮ বছরের মধ্যে ১১তম হেড কোচ হচ্ছেন আর্থার। নতুন নিয়োগ সত্ত্বেও শ্রীলঙ্কার আগের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে চুক্তিতে রয়ে গেছেন। ফ্লাওয়ার শুধু লংঙ্কার ওয়ানডে দলের ব্যাটিং কোচ হচ্ছেন। ২ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে চলতি মাসে পাকিস্তান সফরে যাচ্ছে তারা। তবে সেই সফরে যাবেন না তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ