নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ব্রাজিলিয়ান তরুণ গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান এ প্লেমেকারের জাদুতে বার্নলি এফসিকে হেসে খেলে ৪-১ গোলে হারিয়েছে কোচ পেপ গার্দিওলার দল।
দুরন্ত এ জয়ে ১৫ ম্যাচে লেস্টার সিটির সমান ৩২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি। এক ম্যাচ বেশি খেলেও শীর্ষে থাকা লিভারপুলের (৪০ পয়েন্ট) চেয়ে এখনো আট পয়েন্টে পিছিয়ে ইতেহাদ শিবির।
বুধবার রাতে এভারটনকে হারালে ফের ১১ পয়েন্টে এগিয়ে যাবে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন কোচ জুর্গেন ক্লপের দল। আর এক ম্যাচ কম খেলা লেস্টার বুধবার রাতে ওয়াটফোর্ডকে হারালে বা ড্র করলে ফের সিটিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে যাবে।
জেসুস নিজের গোল দুটি করেন ২৪তম ও ৫০তম মিনিটে। ৬৮তম মিনিটে গোল ব্যবধান ৩-০ তে নিয়ে যান রদ্রি। সিটির চতুর্থ গোলটি করেন রিয়াদ মাহরেজ। দুই মিনিট বাদে স্বাগতিক বার্নলির হয়ে একটি গোল শোধ করেন রবার্ট ব্র্যাডি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।