Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাহফুজ, ফারুকের সঙ্গে শ্যুটিংয়ের দলগতে দুই রুপা

স্পোর্টস রিপোর্টার, কাঠমান্ডু (নেপাল) থেকে | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

সাউথ এশিয়ান (এসএ) গেমসে অ্যাথলেটিক্সের হাইজ্যাম্পে কখনোই পদক জিতেনি বাংলাদেশের। এবার সেই অপূর্ণতা ঘোচালেন বাংলাদেশ নৌ বাহিনীর অ্যাথলেট মাহফুজুর রহমান শুভ। তবে সোনা নয়, রৌপ্যপদক জিতলেন তিনি। গতকাল কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের ট্র্যাকে হাইজ্যাম্পে ২.১৬ মিটার উচ্চতায় লাফিয়ে ভারতের চেতন বালাসাবের সঙ্গে যৌথভাবে রৌপ্য পদক জিতেন মাহফুজ। যা তার নতুন রেকর্ড। এর আগে জাতীয় চ্যাম্পিয়নশিপে মাহফুজুর রহমানের লাফানোর রেকর্ড ছিল ২.১৫ মিটার। এদিন সেটা ভেঙে নতুন রেকর্ড গড়ে রৌপ্য জিতলেন তিনি। ২.২১ মিটার লাফিয়ে স্বর্ণ জিতেন ভারতের অনীল কু সার্ভেস।
একই দিনে সাদ্দোবাদোতে উশুর প্রথম দিনেই রুপালি হাসি হেসেছেন বাংলাদেশের ওমর ফারুক। ছেলেদের চ্যাং চুয়ান ইভেন্টে ৯.৩৪ স্কোর নিয়ে অল্প ব্যবধানে (স্বর্ন জেতা নেপালের প্রতিযোগি বিজয় সানজিল) হেরে নিয়ে দ্বিতীয় হন তিনি। ৯.১৩ স্কোর নিয়ে ব্রোঞ্জ জিতেছেন শ্রীলংকার সামৌ প্রভাখারা।

এছাড়া শ্যুটিংয়ের দলগতেও দুটি রুপা জিতেছে বাংলাদেশ। গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসের রুপাজয়ী আব্দুল্লাহহেল বাকি’কে ঘিরে সবার প্রত্যাশা থাকলেও তার খাতা ছিল শূন্য। পুরুষ ব্যক্তিগত ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনে সবাইকে হতাশ করে বাকি সপ্তমস্থানে থেকে খেলা শেষ করলে ইউসুফ হন ষষ্ঠ। আর এই ইভেন্টের ফাইনালে ওঠতেই পারেননি লাল-সবুজের আরেক প্রতিযোগী শোভন চৌধুরী। তবে ব্যক্তিগত ইভেন্টে না পারলেও ছেলেদের ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিজশ দলগত ইভেন্টে রৌপ্য জিতেছে বাংলাদেশ। এ ইভেন্টে খেলেন বাকি, ইউসুফ এবং শোভন। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টেও রুপা পায় বাংলাদেশ। শ্যুটিংয়ে এবারের এসএ গেমস থেকে বাংলাদেশকে প্রথম পদক এনে দেন সৈয়দা আতকিয়া হাসান দিশা, উম্মে জাকিয়া সুলতানা টুম্পা ও শারমিন আক্তার রতœা। দলগত ইভেন্টে সফল হলেও ব্যক্তিগত ইভেন্টে হতাশ করেন তারা। দিশা ও টুম্পা একক ইভেন্টে সেরা আটে ওঠেছিলেন। কিন্তু সেরা পাঁচেও থাকতে পারেননি। দিশা পঞ্চম এবং টুম্পা সপ্তম হয়ে পদকশূন্য থাকেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ