মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ধূমপান না করলে কর্মীদের অতিরিক্ত ছয়দিনের ছুটি দেয়ার ঘোষণা দিয়েছে জাপানের একটি সংস্থা। টোকিওর বিপণন সংস্থা পিয়ালা ইনক স¤প্রতি এমন সিদ্ধান্ত নিয়েছে।
সংস্থাটির অফিস ভবনের ২৯ তলায়। ফলে কর্মীদের সিগারেট খেতে হলে বেসমেন্টে যেতে হয়। এতে ১৫ মিনিটের মতো সময় ব্যয় হতো। এ নিয়ে অধুমপায়ীদের মধ্যে বিরক্তির সৃষ্টি হলে তারা সংস্থার প্রধান নির্বাহীর কাছে অভিযোগ করেন।
পরে সিদ্ধান্ত হয়, যারা ধুমপান করেন না এমন কর্মীদের ক্ষতিপূরণ হিসেবে ছয় দিনের অতিরিক্ত ছুটি দেয়া হবে। পিয়ালা ইনকের একজন মুখপাত্র হিরোতাকা মাতসুসিমার জানিয়েছেন, ধুমপান করেন না এমন এক কর্মী অভিযোগ করেন যে, ধুমপান বিরতি বেশ একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরে যারা ধুমপায়ী নন এমন মানুষদের ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত ছুটির সিদ্ধান্ত হয়।
সংস্থার প্রধান নির্বাহী তাকাও আসুকা বলেছেন, কর্মচারীদের জরিমানা বা জবরদস্তির চেয়ে ইন্সেন্টিভ দেয়ার মাধ্যমে ধুমপান ছাড়ার বিষয়টি বেশি উৎসাহিত করবে। সূত্র : সিএনবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।