মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মেঘালয়ে চলতি মাসে ৮ম ভারত-চীন যৌথ প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবে ভারত ও চীনের সামরিক কন্টিনজেন্ট। ভারতের প্রতিরক্ষা শাখার প্রেস ইনফরমেশান ব্যুরো (পিআইবি) থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এবারের মহড়ার উপজীব্য হলো ‘হ্যান্ড ইন হ্যান্ড ২০১৯’। জাতিসংঘের সম্মতিতে এই সন্ত্রাস দমন মহড়া অনুষ্ঠিত হবে। ৭ - ২০ ডিসেম্বর মেঘালয়ের উমরোই অঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিব্বতের সামরিক কমান্ড থেকে যে চীনা কনটিনজেন্ট এতে অংশ নিচ্ছে, সেখানে ১৩০ জন সেনা রয়েছে। ভারতীয় কনটিনজেন্টেও সমসংখ্যক জনবল এই মহড়ায় অংশ নেবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মহড়ার বিষয়টি নিজ নিজ ব্যাটালিয়নের সদরদপ্তরে কোম্পানি পর্যায়ে
সিদ্ধান্ত হয়েছে।
এতে বলা হয়েছে, “মহড়ার উদ্দেশ্য হলো যৌথ মহড়া চর্চা করা এবং আধা শহুরে এলাকাগুলোতে সন্ত্রাস দমন অভিযান পরিচালনা করা”।
এই মহড়ার মধ্যে রয়েছে বিভিন্ন ক্লাসরুম প্রশিক্ষণ এবং সন্ত্রাস দমন বিষয়ক মহড়ায় অংশগ্রহণ, সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ, একে অন্যের অস্ত্র থেকে গুলিবর্ষণ, যুদ্ধকালীন বাধা উৎরানো, বিশেষ হেলিকপ্টার অভিযান এবং সন্ত্রাস দমন পরিবেশে বিভিন্ন অভিযান বিষয়ে বিশ্লেষণ করা। সূত্র : এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।