মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ গতকাল সোমবার থেকে দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, হার্টে সমস্যা এবং উচ্চ রক্তচাপের কারণে শারীরিক সমস্যা দেখা দিয়েছে তার। সে কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।এর আগে পাকিস্তানের বেশ কিছু টেলিভিশন চ্যানেলে পারভেজ মোশাররফকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ফুটেজ দেখানো হয়। ওই সময় জানানো হয়, জরুরি ভিত্তিতে তার চিকিৎসা দেওয়া দরকার। পরে অল পাকিস্তান মুসলিম লীগের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়। দলের মুখপাত্র জানান, বেশ কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছে পারভেজ মোশাররফের। তার বুকে ব্যথা হচ্ছে। হঠাৎ করে অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়। ওই মুখপাত্র জানান, তার শারীরিক অবস্থার ব্যাপারে পরিষ্কারভাবে জানতে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।