মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউরোপে শিক্ষার নতুন ‘পাওয়ার হাউজ’ হয়ে উঠেছে এস্তোনিয়া। দেশটি শিক্ষার ক্ষেত্রে বৃটেন সহ ইউরোপের বড় বড় অর্থনীতির দেশগুলোকে পিছনে ফেলে মাথা ফুঁড়ে উঠে দাঁড়িয়েছে। বিশ্ব শিক্ষা বিষয়ক পরীক্ষায় প্রভাব বিস্তারে এমন সাফল্য দেখাচ্ছে দেশটি। এমন পরীক্ষার নাম দেয়া হয়েছে ‘পিসা’ টেস্ট। এ পরীক্ষায় ১৫ বছর বয়সী শিক্ষার্থীরা তাদের দক্ষতার পরিচয় দেয়। পড়াশোনার মধ্য দিয়ে গণিত ও বিজ্ঞানকে ব্যবহার করে তারা বাস্তব জীবন সম্পর্কিত সমস্যার সমাধান বের করে। ২০০০ সাল থেকে সেখানে এই পরীক্ষা চালু করেছে ওইসিডি। এতে অংশ নেয় মধ্যম ও উচ্চ আয়ের দেশগুলো। এর সর্বশেষ ফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার।
২০১৬ সালে প্রকাশিত পিসা পরীক্ষার ফলে এস্তোনিয়া বিজ্ঞানে তৃতীয় অবস্থান দখল করে। আর বৃটেন স্থান পায় ১৫তে। রিডিংয়ে এস্তোনিয়ার অবস্থান ছিল ৬ষ্ঠ। এক্ষেত্রে বৃটেনের অবস্থান ছিল ২২তম। বৃহৎ অর্থনীতির দেশগুলো গড়ে যে পরিমাণ অর্থ খরচ করে তার চেয়ে বেশি অর্থ খরচ করে বৃটেন। কিন্তু এই ধারাটি বাল্টিক রাজ্য বলে পরিচিত এই ছোট্ট দেশ এস্তোনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। খুব অল্প বয়সে উচ্চ মানের পড়াশোনার ওপর গুরুত্ব দিয়েছে এস্তোনিয়া।
দেশটির রাজধানী তাল্লিন। সেখানকার কেলমিকুলায় কিন্ডারগার্টেনে পড়াশোনা করে অনেক শিশু। তাদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী শিশু হলো ৬ বছরের। এমনই একটি শিশু রয়েছে ক্রিস্টিন তালভিক এবং এলভিরা উস্তালুর। এর অর্থ হলো ওই শিশুরা মাত্র সাত বছর বয়সে বাধ্যতামুলক স্কুলিংয়ে যেতে বাধ্য আগামী বছর থেকে। তাই তারা যাতে সে জন্য প্রস্তুতি নিতে পারে এ জন্য পিতামাতারা নির্ভর করেন কিন্ডারগার্টেন শিক্ষার ওপর। ক্রিস্টিন বলেন, শিক্ষাটা খুব দ্রুতগতির হতে হবে। তাই কিন্ডারগার্টেন শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, শিক্ষক বা শিক্ষিকার প্রশ্নের মুখে পড়তে হবে বাচ্চাকে। তাকে হাত তুলতে হবে। মনের ভিতর যাতে কোনো জড়তা না থাকে তেমন সাহসী হতে হবে। তার চেয়ে বড় কথা হলো শিশুকে সমাজে চলার জন্য প্রস্তুত হতে হবে। এস্তোনিয়ার প্রায় প্রতিটি শিশু মাত্র তিন বছর বয়সে, কেউ কেউ তারও আগে কিন্ডারগার্টেনে ছুটে যায়। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।