Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুইজারল্যান্ডের মুদ্রায় ফেদেরার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৯, ৯:১১ পিএম

সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরারকে অনন্য সম্মানে ভূষিত করল সে দেশের সরকার। এই কিংবদন্তীর ব্যাকহ্যান্ডের ছবির ছাপ দিয়ে ২০ ফ্রাঙ্ক বাজারে আনতে যাচ্ছে দেশটি। ফেদেরারই সুইজারর‌্যান্ডের প্রথম নাগরিক, যাকে সম্মান জানিয়ে ২০২০ সালের শুরুতেই এই রুপার মুদ্রা আনতে যাচ্ছে সুইস সরকার।
২০টি গ্রান্ডস্লাম জেতা এই কিংবদন্তী নিজের অনুভূতি প্রকাশ করেছেন নিজের টুইটারে। তিনি লিখেছেন, ‘ধন্যবাদ সুইজারল্যান্ড ও সুইসমিন্টকে, এই অসাধারণ সম্মান দেওয়ার জন্য।’
এতই শেষ নয়, ফেদেরারের সম্মানে থাকছে আরও আয়োজন। ৫০ ফ্রাংক মুদ্রাতেও থাকবে এই কিংবদন্তির ছবি। সুইসমিন্ট জানিয়েছে, আগামী বছরের মে মাসে ৪০ হাজার সোনার তৈরি ৫০ ফ্রাংকের মুদ্রা বাজারে আসবে অন্য নকশায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ