Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে এক অনুষ্ঠানে দুই ভাই দুই বোন

প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঈদে একুশে টেলিভিশন দর্শকদের জন্য নিয়ে আসছে সাতদিনব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজন। এস আই টুটুলের উপস্থাপনায় প্রথমবারের মত ‘একই বৃন্তে’ অনুষ্ঠানে দেখা যাবে দুই বোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরি এবং দুই ভাই শাফিন আহমেদ ও হামিন আহমেদকে। অনুষ্ঠানে তারা নিজেদের ঈদ উদ্যাপনের স্মৃতিচারণ ছাড়াও নিজেদের সঙ্গীত পরিবারে বেড়ে ওঠার গল্প, নিজেদের ক্যারিয়ার, বর্তমান সময়ের সঙ্গীতের অবস্থা নিয়ে কথা বলেছেন। এস আই টুটুলের চমৎকার উপস্থাপনা এবং দুই ভাই বোনের গান অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্র যোগ করেছে। অনুষ্ঠানটি সম্পর্কে ফাহমিদা নবী জানান, ‘এটি খুবই মজাদার একটি আড্ডা অনুষ্ঠান। মজার মজার সব গল্প বলেছি আমরা। উৎসবের অনুষ্ঠান বলে ঈদকে কেন্দ্র করে বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতি ভাগাভাগি করেছি। আর অতিথিদের সবাই সংগীতশিল্পী হওয়ার কারণে গানও ছিলো।’ রিয়াজুম মনির শৈবালের প্রযোজনায় ঈদেরদিন রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদে এক অনুষ্ঠানে দুই ভাই দুই বোন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ