Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুশীলন শুরু করলেন বুমরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৯, ৮:১০ পিএম

সেপ্টেম্বরে চোট পাওয়ার পরে ক্রিকেট মাঠ থেকে দূরে ছিলেন তিনি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে খেলতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু হতে চলা সীমিত ওভারের সিরিজেও তিনি থাকছেন না।
চোট সারিয়ে ক্রিকেট মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করে দিলেন জসপ্রীত বুমরা। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে দিল্লি ক্যাপিটালসের ট্রেনার রজনীকান্ত শিবাগনানামের তত্ত্বাবধানে ট্রেনিং শুরু করলেন জাতীয় দলের তারকা পেসার। সেপ্টেম্বরে চোট পাওয়ার পরে ক্রিকেট মাঠ থেকে দূরে ছিলেন তিনি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে খেলতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু হতে চলা সীমিত ওভারের সিরিজেও তিনি থাকছেন না।
যাইহোক, সংবাদসংস্থা পিটিআই-এর কাছে বোর্ডের এক কর্তা স্বীকার করে নিলেন, ‘এমসিএ-র মাঠে বুমরা ট্রেনিং করছে। ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করছে বুমরা।’ জানা গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হওয়ার পরে নিউজিল্যান্ড সফরে যেতে পারেন বুমরা। যেখানে ভারতকে পাঁচটা টি২০, তিনটে ওয়ানডে এবং দুটো টেস্ট খেলতে হবে।
সোমবারেই বুমরা নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তাকে দেখা যাচ্ছে জিমে ট্রেনার শিবাগনানামের কাছে তিনি ট্রেনিং নিচ্ছেন। ঘটনাচক্রে, বিসিসিআইয়ের ট্রেনার হওয়ার জন্য শিবাগনানাম আবেদন করেছিলেন বিশ্বকাপের পরেই। তবে তাকে সরিয়ে নিউজিল্যান্ডের নিক ওয়েবকে ট্রেনার পদের জন্য বেছে নেওয়া হয়েছিল।
চোট পাওয়ার পরে বিশ্রামে থাকাকালীন বুমরা এর আগে সমর্থকদের টুইট করে জানিয়েছিলেন, ‘চোট আঘাত খেলার অঙ্গ। রিকভারির জন্য যারা শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ। সবসময় আমার মাথা উঁচুতে রয়েছে। আরও শক্তিশালী হয়ে প্রত্যাবর্তন করব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ