Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাতার টি-১০ লিগে দুই বাংলাদেশী

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৯, ৮:০৭ পিএম

কাতারের টি-১০ লিগের প্রথম আসরে দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। তারা হলেন, গত কয়েকদিন আগে ঘরোয়া ক্রিকেট লিগে সহকর্মী স্পিনার আরাফাত সানিকে মারধর করার অপরাধে নিষিদ্ধ হওয়া শাহাদাত হোসেন এবং ছক্কা নাঈম ইসলাম।
সাবেক জাতীয় দলের পেসার শাহাদাতকে দলে ভিড়িয়েছে ডেজার্ট রাইডার্স। আর নাঈম খেলবেন হিট স্টোর্মার্সের হয়ে। যদিও শাহাদাতের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। কয়েকদিন আগেই জাতীয় ক্রিকেট লিগে হাতাহাতিতে জড়িয়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এই পেসার।
এর মধ্যে শেষ দুই বছরের নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে। এর ফলে কাতার টি-টেন লিগে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। নাঈমের খেলা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তি পত্রের উপর।
কাতারের এই টি-১০ লিগকে ইতোমধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্বীকৃতি দিয়েছে। ৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে কাতার টি-টেন লিগের প্রথম আসর চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
টুর্নামেন্টে অংশ নেয়া ৬টি দল হলো:- পার্ল গ্ল্যাডিয়েটরস, ফ্লায়িং অরিক্স, ডেজার্ট রাইডার্স, সুইফট গ্যালোপার্স, ফ্যালকন হান্টার ও হিট স্টোর্মার্স।
উল্লেখ্য, এখন পর্যন্ত টুর্নামেন্টটির পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেনি কর্তৃপক্ষ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ