Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুইলচেয়ার ক্রিকেটারদের সহায়তায় বিসিবি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৯, ৭:৫৫ পিএম

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সহায়হায় এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হুইলচেয়ার ক্রিকেটারদের মাঝে বিশেষভাবে তৈরি হুইলচেয়ার বিতরণ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। গতকাল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সদস্যদের কাছে স্পোর্টস গ্রেডের হুইলচেয়ার হস্তান্তর করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে বিশেষায়িত হুইলচেয়ার সরবরাহ করার অনুরোধ জানিয়ে ছিল সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরই)। ক্রিকেটারদের মাঝে হুইলচেয়ার বিতরণ করে সিআরআইয়ের সেই অনুরোধই রাখল বিসিবি। মিরপুরে বিসিবি কার্যালয়ে হুইলচেয়ার হস্তান্তর অনুষ্ঠানে আন্তর্জাতিক হুইলচেয়ার ক্রিকেট প্রতিযোগিতায় সাফল্য ছিনিয়ে আনা অভিজ্ঞ হুইলচেয়ার ক্রিকেটারদের সঙ্গে বিসিবি ও সিআরআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ