Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এখন ছাত্ররা রাজনীতি করে টাকা কামানোর জন্য -আনোয়ার হোসেন মঞ্জু

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৯, ৬:১০ পিএম

আমরা ছাত্র রাজনীতি করছি ন্যায্য দাবি আদায়ের জন্য এখন বিশ^বিদ্যালয় রাজনীতি টাকা কামানোর জন্য। সোমবার বিকালে ইন্দুরকানী উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি হওয়া টগড়া বালিকা মাদরাসায় শোকরানা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এ কথা বলেন, স্বাধীন জাতি গঠনে নিজের ও পরিবারের কল্যানের জন্য লেখা পড়া প্রয়োজনীয়তা অপরিসীম । ৪৮ বছর দেশ স্বধীন হয়েছে সরকারের কাছে অর্থের অভাব নেই। সরকারের কাছ থেকে আমরা প্রচুর অর্থ বরাদ্দ পাই। বরাদ্ধ কৃত অর্থের সৎ ব্যবহার করলে আরো উন্ন্য়ন করা সম্ভব। বরাদ্দ কৃত অর্থের এক তৃতীয় অংশ ব্যবস্থাপনা গত ক্ষেত্রে চিঠি পত্র চালাচালিতে বিনষ্ট হয়। বাকি দুই শতাংশ অর্থ বাস্তবায়নে দীর্ঘ সূত্রতার কারনে সৎ ব্যবহার হয় না। এসব কারনে সময় মত কাজ যাতে সম্পর্ন হয় সে বিষয় খোজ নিতে আমরা এলাকায় আসি। তিনি আরো বলেন, আমরা বিশ^বিদ্যায় ছাত্র রাজনীতি করছি ন্যায্য দাবি আদায়ের জন্য, এখন সেই ছাত্র রাজনীতি নেই। ছাত্র নেতারা এখন ঠিকাদারি করে, এই অপেশাদার ঠিকাদারের কারনে উন্নয়ন কাজ বিগ্নিত হয়। আগে ইন্দুরকানী হানা হানি মামলা মোকদ্দমা ইত্যাদি কারনে মানুষের মাঝে শান্তি ছিল না। এখন এলাকার মানুষ শান্তিতে বসবাস করছে। দোয়া ও শোকরানা অনুষ্ঠানে উপজেলা জেপি সভাপতি আসাদুল কবির স্বপনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মাদসার সুপার মাওঃ গিয়াস উদ্দিন সেলিম, এফ করিম মাদরাসার অধ্যক্ষ মো.শাহ আলম প্রমুখ।এই সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এড.এম মতিউর রহমান,্্উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ আল- মুজাহিদ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ