Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ঈদে সাবরিনার নতুন একক অ্যালবাম তোমারই আছি

প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

আশিক বন্ধু : সঙ্গীতশিল্পী সাবরিনা দীর্ঘদিন গান থেকে দূরে ছিলেন। ব্যক্তিগত বিভিন্ন কারণে গানে তার বিরতি পড়ে। বিরতি শেষে বেশ ভাল প্রস্তুতি নিয়ে ঈদে একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন। সঙ্গীতার ব্যানারে প্রকাশ হবে তার একক অ্যালবাম ‘তোমারই আছি’। অ্যালবামের দুটি গানে সাবরিনার সাথে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। একটি মনের নাও, অন্যটি মনটা করে চিন চিন। গানের সঙ্গীতায়োজন করেছেন রাফি। মনের নাও গানটির মিউজি ভিডিও ইতোমধ্যে নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। মিউজিক ভিডিওর শুটিং হয়েছে এয়ারপোর্ট রোডের আশপাশের মনোরম প্রাকৃতিক লোকেশনে। দুয়েক দিনের মধ্যে গানটির মিউজিক ভিডিও টিভি পর্দায়, সঙ্গীতার নিজস্ব চ্যানেল, ইউটিউব ও ফেসবুকে দেখা যাবে। সাবরিনার সাথে গানটির সহ মডেল হয়েছেন আতাহার আকাশ। এর আগে ২০০৯ সালে অগ্নিবীনা থেকে সাবরিনার একক অ্যালবাম ‘সাবরিনা’ প্রকাশ হয়েছিল। অ্যালবামটি ছিল জুয়েল ফিচারিং সাবরিনা। সাবরিনা জানান, এখন থেকে পুরোদমে গানে ব্যস্ত হচ্ছেন। নিয়মিত অ্যালবামে, স্টেজে, টিভি পর্দায় ও সিনেমায় গান করবেন। নতুন অ্যালবামটি অসাধারণ হয়েছে। অনেক গুছিয়ে কাজ করেছি। আশা করছি, সবার ভালো লাগবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদে সাবরিনার নতুন একক অ্যালবাম তোমারই আছি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ