প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অ্যান্ড্রু স্ট্যান্টন এবং অ্যাঙ্গাস ম্যাকলেন পরিচালিত অ্যাডভেঞ্চার এনিমেশন ফিল্ম ‘ফাইন্ডিং ডোরি’। স্ট্যান্টন এর আগে ‘জন কার্টার’ (২০১২), ‘ওয়াল-ই’ (২০০৮) এবং ‘ফাইন্ডিং নিমো’ (২০০৩) পরিচালনা করেছেন; ‘ফাইন্ডিং ডোরি’ শেষোক্ত চলচ্চিত্রটির সিকুয়েল। এটি ম্যাকলেনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
নিমোর সঙ্গে ডোরির অভিযানের এক বছর পরের গল্প। বøু ট্যাং মাছ ডোরি (ভয়েস : এলেন ডিজেনারেস) তার অতীত নিয়ে কৌতূহলি হয়ে ওঠে। কিন্তু তার স্মৃতিশক্তি একেবারে দুর্বল, মাত্র ১০ সেকেন্ড আগের ঘটনা সে মনে রাখতে পারে। অবশ্য একটা বিষয় তার স্পষ্ট মনে আছে যে সে ছোটবেলায় তার বাবা-মায়ের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিল। সে তার বন্ধু ক্লাউনফিশ নিমোর (ভয়েস : হেইডেন্স রোলেন্স) কাছে সাহায্য চায়, সে জানতে চায় কোথায় সে তিমির ভাষা শিখেছে। নিমো আর তার বাবা মার্লিনকে (ভয়েস : অ্যালবার্ট ব্রুকস) সঙ্গে নিয়ে শুরু হয়ে ডোরির শেকড়ের সন্ধান। তারা এসে পৌঁছে মেরিন লাইফ ইনস্টিটিউটে। মহাসাগরের বিচিত্র প্রাণীদের এই সংরক্ষণাগারে ডোরি তার বাবা-মাকে খুঁজে পায়। ডোরি এখন জানে পরিবারের সঙ্গে থাকতে হলে তাদের উদ্ধার করা ছাড়া তার কোনও উপায় নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।