Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরি আ’র বর্ষসেরা ফুটবলার রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৯, ৩:৩৫ পিএম

লিওনেল মেসির ব্যালন ডি’অর জয়ের রাতে ইতালিয়ান লিগ সিরি আ’র বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো। জুভেন্টাসের হয়ে প্রথম মৌসুমেই নৈপুণ্য দেখিয়ে পুরস্কারটি জিতে নিলেন পর্তুগিজ সুপারস্টার।
জুভেন্টাসের হয়ে অভিষেক মৌসুমেই সবমিলিয়ে ২৬টি গোল করেন রোনালদো। দলকে সিরি আ’ শিরোপা জেতাতে রাখেন বড় অবদান। লিগে ৩১ ম্যাচ খেলে করেন ২১ গোল। সিরি আ’র খেলোয়াড়, কোচ, রেফারি, সাংবাদিক, বর্তমান ও সাবেক টেকনিক্যাল কমিশনারদের সর্বসম্মতিক্রমে ইতালিয়ান লিগের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি রোনালদোকে দেওয়া হয়।
এই নিয়ে তিনটি ভিন্ন দেশের লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন রোনালদো। এর আগে রিয়াল মাদ্রিদে থাকাকালীন লা লিগায় ও ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন এই তারকা।
ক্লাব সাফল্য ছাড়াও জাতীয় দলের হয়ে বছরজুড়ে ছন্দে ছিলেন সি আর সেভেন। উয়েফা নেশনস লিগ জিতে ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক শিরোপা ঘরে তোলেন রোনালদো। একই সঙ্গে দেশের জার্সিতে ৯৯তম গোল পূর্ণ করেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের তালিকায় রোনালদোর সামনে কেবল ইরানের আলী দাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ