Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গেইল চ্যালেঞ্জে জিতল চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

গেল কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন ছিলো ব্যক্তিগত কারণে এবারকার বিপিএলে অংশ নেবেন না ইউনিভার্সাল বস খ্যাত ক্রিস গেইল। অবগতি ছাড়াই প্লেয়ার্স ড্রাফটে তার নাম রাখায় কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল বিসিবিকেও। শঙ্কা জেগেছিল বিপিএলের সবচেয়ে সফল ব্যাটসম্যানকে ছাড়া অনেকটাই রং হারাবে এবারকার আসর। তাইতো এই ব্যাটিং দানবকে পেতে সম্ভাব্য সব রকমের চেষ্টা করে যাচ্ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অবশেষে সুখবর এসেছে। চট্টগ্রামের জার্সিতেই বঙ্গবন্ধু বিপিএল মাতাবেন গেইল। গতকাল এমনটাই জানিয়েছেন ফ্রাঞ্চাইজিটির ব্যবস্থাপনা পরিচালক কে.এম. রিফাতুজ্জামান, ‘তার (গেইল) বিপিএল খেলা নিয়ে কোন সংশয় নেই। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বিশেষ এ বিপিএল মাতাবেন ক্যারিবিয়ান ব্যাটিং কিংবদন্তী ক্রিস গেইল।’

তবে, শুরু থেকেই গেইলকে পাওয়ার আশাবাদী থাকলেও সেটি হচ্ছে না বলে জানিয়েছেন রিফাতুজ্জামান, ‘ক্রিস গেইলের হ্যামস্ট্রিংয়ে হালক চোট আছে। পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে কিছুটা সময় লাগবে। তবে, বিপিএল খেলার ব্যাপারে তার কখনও আপত্তি ছিলো না। আমরা হয়তো পুরো বিপিএলে গেইলকে পাবো না। কিন্তু, পরের দিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে মাঠ মাতাবেন এ ব্যাটিং জিনিয়াস।’

দেশী-বিদেশী মিলিয়ে বিপিএলে সবচেয়ে সফল ব্যাটসম্যান ক্রিস গেইল। টুর্নামেন্টের সবচেয়ে বেশি সেঞ্চুরি, সবচেয়ে কম বলে সেঞ্চুরি, সবচেয়ে কম বলে ফিফটি-এমন দারুন সব রেকর্ড আছে এই বাঁ-হাতি ওপেনারের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সিওও সৈয়দ ইয়াসির আলম জানান, ‘ক্রিস গেইলের এজেন্টের সঙ্গে আমাদের সব কিছু চ‚ড়ান্ত হয়েছে। টুকটাক কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। সেগুলো শীঘ্রই সম্পন্ন হয়ে যাবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ