Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৮ পদকে বাংলাদেশের দিন

স্পোর্টস রিপোর্টার, কাঠমান্ডু (নেপাল) থেকে | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসের দ্বিতীয় দিন গতকালের সকালটা সোনার হাসি দিয়ে শুরু করেন বাংলাদেশের তায়কোয়ান্ডো তারকা দিপু চাকমা। এদিন কাঠমান্ডুর সাতদোবাদো জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত তায়কোয়ান্ডো ডিসিপ্লিনে পুমসে ইভেন্টের ২৯ প্লাস ক্যাটাগরিতে ভারতের প্রতিদ্ব›িদ্বকে হারিয়ে স্বর্ণ জিতেন রাঙামাটির দিপু চাকমা। দিপু স্কোর করেন ৮ দশমিক ২৮ পয়েন্ট। সোনা জিততে দিপু হারিয়েছেন ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের প্রতিযোগীদের।এদিন বাংলাদেশ তায়কোয়ান্ডো ডিসিপ্লিনে এক সোনা ও আট ব্রোঞ্জসহ মোট ৯টি পদক জিতেছে। এছাড়া কাল কারাতে ডিসিপ্লিনেও বাংলাদেশ অল্পের জন্য স্বর্ণ হাতছাড়া করে। এই ডিসিপ্লিনে অন্তত দু’টি স্বর্ণ জিততে পারতো লাল-সবুজরা। দিন শেষে বাংলাদেশের কারাতে ২টি রুপা ও ৭ ব্রোঞ্জসহ ৯ পদক জিতেছে। গেমসের দ্বিতীয় দিন তায়কোয়ান্ডো ও কারাতে এ দুই ডিসিপ্লিন থেকে সোনা, রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে বাংলাদেশ জিতেছে মোট ১৮টি পদক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ