Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৬ পদে ৯০ মনোনয়নপত্র বিক্রি

নির্বাচন করছেন না সাহেদ চৌধুরী!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

জমে উঠেছে সিজেকেএসএর নির্বাচন। প্রথম দিনে বিক্রি হয়েছিল ১৩টি। গতকাল শেষ দিনে ৭৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এ নিয়ে ৯০টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। তার মধ্যে সহ-সভাপতি পদে ১৫টি, সাধারণ সম্পাদক পদে দুইটি, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে নয়টি, যুগ্ম সম্পাদক পদে ১০টি, কোষাধ্যক্ষ পদে পাঁচটি, নির্বাহী সদস্য পদে ৪৯টি ফরম বিক্রি হয়। অনেকে আবার একাধিক পদের জন্যও কিনেছেন। সাধারণ সম্পাদক পদে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রতিদ্ব›িদ্বতা করার জন্য কিনেছেন মনোনয়নপত্র। আবার হাফিজুর রহমান সহ-সভাপতি পদেও কিনেছেন। এমন অনেক কাউন্সিলর রয়েছেন যারা তিন-চারটি পদের জন্য কিনেছেন ফরম। তবে প্রতিদ্ব›িদ্বতাকারী ব্যক্তি একাধিক পদে মনোনয়নপত্র জমা দিতে পারবেন না। আজ ও আগামীকাল মনোনয়নপত্র জমা দেয়ার দিন। সাবেক তিন তিনবারের সাধারণ সম্পাদক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক আলহাজ্ব সাহেদ আজগর চৌধুরী এবারের সিজেকেএস নির্বাচন করছেন না। তিনি বলেন, ‘চট্টগ্রাম ক্রীড়াঙ্গণের জন্য অনেক সময় দিয়েছি। কাউন্সিলররা আমার কার্যক্রম দেখে বারে বারে নির্বাচিত করেছেন। সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আগামীতে যারা আসবে তাদের প্রতি থাকবে আমার দোয়া।’ এদিকে অতিরিক্ত সাধারণ সম্পাদক ও দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম কিনেছেন সহ-সভাপতি ও অতিরিক্ত সাধারণ সম্পাদ পদের মনোনয়ন। তিনি বলেন, যোগ্যতার মাপকাঠি হচ্ছে নির্বাচন। সেজন্য আমি চাই নির্বাচন হোক। যারা মাঠে সময় দেবেন তারা অবশ্যই জয়ী হয়ে আসবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ