Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের শীতল যুদ্ধ হলে বিশ্ব সভ্যতা ধ্বংস হয়ে যাবে

আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতি বিপদ বয়ে আনবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ফের শীতল যুদ্ধ শুরু হলে বিশ্ব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এমন সতর্কবাণী উচ্চারণ করেছেন সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ। রবিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন রাখার ব্যাপারেও সতর্কবাণী উচ্চারণ করেন এই প্রবীণ রাজনীতিক। তিনি বলেন, দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ধরে রাখলে তা বিশ্বের সব দেশের জন্য বিপদ বয়ে আনবে। গর্বাচেভ বলেন, আমেরিকাকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং এটিই হচ্ছে ইতিহাসের আসল শিক্ষা। গর্বাচেভ ক্ষমতায় থাকার সময় আফগানিস্তানে সেনা পাঠিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। পরে আফগান মুজাহিদদের হামলায় ধরাশায়ী হয়ে দেশটি থেকে পালিয়ে যায় সোভিয়েত সেনারা। সেই তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে গর্বাচেভ বলেন, যখন বৃহৎ শক্তিগুলো কোনও আঞ্চলিক সংকটে নাক গলায় তখন তা পুরো দুনিয়ার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়। সাবেক এই সোভিয়েত নেতা বলেন, রাজনীতিবিদদের পাশাপাশি সাধারণ মানুষও এখন এ কথা উপলব্ধি করে যে, নতুন করে কোনও শীতল যুদ্ধ হতে দেওয়া যাবে না। কারণ এর পরিণতিতে উষ্ণ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে; যার ফলে গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্র ২০০১ সালে আফগানিস্তান দখলের পর থেকে এ পর্যন্ত দেশটিতে অন্তত দুই হাজার ৪০০ মার্কিন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ হাজারের বেশি মার্কিন সেনা। ওয়াশিংটন ও তার মিত্ররা শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার অজুহাতে আফগানিস্তানে সেনা সমাবেশ ঘটালেও গত দেড় যুগে দেশটিতে নিরাপত্তাহীনতাই কেবল বেড়েছে। দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে ২০১৮ সালের জুন থেকে কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করে তালেবান। এক পর্যায়ে একটি শান্তিচুক্তির ব্যাপারে একমত হয় উভয় পক্ষ। তবে ট্র্রাম্পের আপত্তিতে শেষ মুহ‚র্তে ওই চুক্তি ভেস্তে যায়। এরপর স¤প্রতি আফগানিস্তানের মার্কিন সমর্থনপুষ্ট সরকার তালেবান নেতা আনাস হাক্কানি ও অন্য দুই শীর্ষ পর্যায়ের কমান্ডারকে দলটির কাছে হস্তান্তর করে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দুই অধ্যাপককে মুক্তি দেয় তালেবান। রয়টার্স, পার্স টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ