Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মৌমাছির হামলায় বিপাকে মন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ভারতের অন্ধ্র প্রদেশে প্রকল্প পরিদর্শনে গিয়ে মৌমাছির হামলায় দিশেহারা হয়ে দিগি¦দিক ছুটলেন রাজ্যের সেচমন্ত্রী অনীল কুমার যাদব। শুধু তিনিই নন মৌমাছির রোষানল থেকে রেহাই পাননি তার সঙ্গে আসা সরকারি আমলারাও। এনডিটিভি জানায়, রাজ্যের সেচমন্ত্রী শুক্রবার কুরনুল জেলায় সেচ প্রকল্প পরিদর্শনে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন স্থানীয় এমএলএ, সেচ কর্মকর্তা ও নেতাকর্মীরা। প্রথমে তারা তেলেগু গঙ্গা ও কেসি খাল পরিদর্শন করেন। পরে যান বনাকাচেরলা এলাকার গালেরু নগরী খাল পরিদর্শনে। নিজ চোখে প্রকল্পটি দেখতে মই বেয়ে একটি স্থাপনার ওপরে উঠেছিলেন অনীল যাদব। তখনই মৌমাছির আক্রমণের শিকার হন তিনি। মইয়ের ওপর থেকে লাফিয়ে নিজে নেমে হাত নেড়ে মৌমাছি তাড়ানোর চেষ্টা করেন মন্ত্রী যাদব। কিন্তু এরইমধ্যে মৌমাছিদের কামড়ের পর কামড়ে ক‚লকিনারা হারিয়ে ফেলেন। পরে নেমে এসে গায়ে থাকা জ্যাকেট খুলে মুখ ঢাকেন। এসময় মৌমাছিরা তাকে ছেড়ে সঙ্গীদের পিছু নেয় এবং কয়েকজনকে কামড়ে দেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ